কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিন যাবত প্রচন্ড শীত আর ঘন কুয়াশার সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এখন ঘন কুয়াশার কারণে কলারোয়ায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা। প্রচন্ড ঠান্ডায় আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। গরম কাপড় ছাড়া সাধারণত কেউ ঘরের বাইরে বের হতে পারছেন না। একইসাথে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়েছে চরম ভোগান্তিতে। কলারোয়া হাসপাতালের আরএমও ডা. শফিকুল ইসলাম জানান, প্রতিদিনই শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে। বিশেষ করে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন তারা। তিনি আরও জানান, এই শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।