কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ছিনতাইকারী দুই ভূয়া পুলিশ সদস্যকে আটক করে গনধোলাই দিয়ে র্যাবের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে এ ঘটনাটি ঘটেছে। আটককৃতরা হলেন-জেলার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের শাফিউর রহমানের রায়হান হোসেন (৩২) একই উপজেলার পাটকেলঘাটা থানার সুজন শাহ গ্রামের নবদ্বীপ সেনের ছেলে শুভ সেন (২৩)। স্থানীয়দের বরাতে জানা যায়, একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও র্যাব পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের নিকট থেকে টাকা, মোটরসাইকেল, মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনতাই করছে। এই চক্রটি কিছুদিন পূর্বে স্থানীয় আ’লীগ নেতা মুজিবুর রহমানের ছেলে কবুতর ব্যবসায়ী তৌহিদ হোসেনকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে পুলিশ পরিচয় দেয় এবং বেদম মারপিট করে তার সাথে থাকা একটি বাটন মোবাইল ও নগদ ২৭ হাজার টাকা ছিনতাই করে পলায়ন করে। তার কিছুদিন পূর্বে কলারোয়ার স্কুলছাত্র এহসানুল শান্ত’র গতিরোধ করে বেদম মারধর করে তার সাথে থাকা ডায়াং মোটরসাইকেল ছিনতাই করে বিশেষ কৌশলে পলায়ন করে। সোনাবাড়িয়ার রেজাউল ইসলাম জানান, এই চক্রটি তার চলার পথরোধ করে তাকে ডিবি পুলিশ পরিচয়ে ফেনসিডিল দিয়ে ফাসানোর চেষ্টা করে এবং নগদ ৫১ হাজার টাকা ছিনতাই করে স্থান ত্যাগ করে। আরেকজন ভূক্তোভোগী সোহেল জানান তার থেকেও একই স্টাইলে মারধর ও টাকা ছিনতাই করা হয়েছে। স্থানীয় একজন মহিলা ইউপি সদস্য অভিযোগ করে বলেন, তার থেকে নগদ ১ভরি স্বর্ণ ছিনতাই করে এই চক্র। এসব ঘটনায় এলাকায় জনরোষের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে ঐ চক্রের দুই সদস্য মোটরসাইকেল যোগে সীমান্তের গাড়াখালি থেকে বালিয়াডাঙ্গা বাজার অভিমুখে আসার পথে স্থানীয় জনতার তাদের আটক করে। পরে সংবাদ পেয়ে র্যাব-৬ সাতক্ষীরার কমান্ডারের নেতৃত্বে একটি টিম ভূয়া পুলিশ সদস্যদের গ্রেফতার করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা জানান, দুই ভুয়া পুলিশ সদস্য আটক হয়েছে শুনেছি। তবে এ রিপোর্ট পর্যন্ত থানায় সোপর্দ করেনি।