কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের এক অংশের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় ইসলামী ব্যাংকের সামনে বিশ্বাস মার্কেটে আ.লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে জোরালোভাবে কাজ করতে হবে বলে এ সভায় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সম্পর্কিত বিভিন্ন সভা-সমাবেশেরও একটি পরিকল্পনা নেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় সৈনিকলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সাতক্ষীরা-১ (তলা-কলারোয়া) আসনের দোলনা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব। জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও কেরালকাতার চেয়ারম্যান স.ম.মোর্শেদ আলী ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস-চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, লাঙ্গলঝাড়া ইউনিয়নের আ,লীগের সভাপতি ও চেয়ারম্যান এম এ কালাম, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, চন্দনপুর যুবলীগ সভাপতি ও চেয়ারম্যান ডালিম হোসেন, চেয়ারম্যান রবিউল হাসান, কেড়াগাছি আ,লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, প্যানেল কাউন্সিলর শফিউল আলম (শফি) সোনাবাড়িয়া যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবি মল্লিক, কেড়াগাছি সাধারণ সম্পাদক মারুফ হোসেন, পৌর আ,লীগ সভাপতি আজিজুর রহমান, কেরালকাতা আ,লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জালালাবাদ আ,লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ, জয়নগর আ,লীগ সাধারণ সম্পাদক তাপস কুমার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শামিমুজ্জামান টিপু ও সাধারণ সম্পাদক ফাহিম, কুশোডাঙ্গা ইউপি সদস্য ফরিদ প্রমুখ।