কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় নতুন উপজেলা প্রশাসনিক ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হুমায়ুন কবির। সোমবার সকালে তিনি এ নতুন ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি ভবনটিতে ঢুকে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদেও চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ^াস, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। পরিদর্শন শেষে তিনি নতুন ভবনের সামনে একটি নারিকেলের চারা রোপন করেন।