কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলা কেমিষ্ট ও ড্রাগিস্ট সমিতির নব গঠিত কমিটির সদস্যদেরকে নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়ামে এস,এম জাকির হোসেনের সঞ্চালনায় উপজেলা কমিটির আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অসুস্থজনিত কারনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, সাতক্ষীরা জেলার ঔষধ পরিদর্শক সুশীল কুমার ঢালী। প্রধান আলোচক হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলার আহবায়ক এস,এম কবির উদ্দীন বাবলু। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিচালক আলহাজ্ব আনিসুর রহমান লিটু, জিলুর রহমান জুয়েল, সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য কাজী আকতার হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, যুগ্ন-আহবায়ক রেজাউল করিম, কালীগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক আ: মমিন, কলারোয়া ফারিয়ার সভাপতি মোজাফ্ফর হোসেন পলাশ, ঔষধ ব্যবসায়ী মেহেদি হাসান, গ্রাম্য ডা: আ: বারীক প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাও: শামিম হোসেন সাবেতী ও গীতা থেকে পাঠ করেন পরেশ কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা কমিটির যুগ্ন-আহবায়ক শেখ আক্তারুজ্জামান। এ সময় পৌরসভা ও উপজেলার অধিকাংশ কেমিষ্ট বৃন্দ উপস্থিত থেকে অতিথিদের নিকট থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য শোনেন এবং সমিতির নিয়ম কানুন মেনে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং অনতিবিলম্বে ব্যবসায়ীক স্বার্থে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয়ের ঘোষণা দেওয়ার জোর দাবী করেন। অনুষ্ঠান শেষে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।