শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলারোয়ায় নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ ‘বিশ্ব শিক্ষক দিবস’ ৫ অক্টোবর। সারা দেশের ন্যায় সাতক্ষীরায় কলারোয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বিশ্বের সব শিক্ষকের অবদান স্মরণ করার জন্য ইউনেস্কোর আহ্বানে দিবসটি পালন করা হয়। শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬ তম অধিবেশনে ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ ঘোষণা করেন ইউনেস্কো মহাপরিচালক ড. ফ্রেডারিক। ১৯৯৫ সাল থেকে বিশ্বের প্রায় ১০০টি দেশে দিবসটি পালিত হয়ে থাকে। এ দিবস পালনে অ্যাডুকেশন ইন্টারন্যাশনাল (ইআই) ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। ইআই প্রতি বছরই একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়। বিশ্ব শিক্ষক দিবসের এ বছরের প্রতিপাদ্য হলো ‘শিক্ষকদের দিয়ে শিক্ষার পরিবর্তন শুরু হয়। সারা দেশের মতো কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হয়েছে দিবসটি। উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করা হয়েছে। এ ছাড়া এ দিন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও অংশীজনদের নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com