কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের হতদরিদ্র মায়ের চার সন্তানের মধ্যে আয়ুব আলী ছিল আঁধার ঘরের কুপী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আয়ুব আলী। আকস্মিক তার মৃত্যুতে সংসারের আশার প্রদীপ নিভে যায়। এ খবর সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরামের গোচরে আসে। এরপর ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, ড. মো. মনিরুজ্জামান, যুগ্মসচিব আলতাফ হোসেন সহ অন্যান্য সদস্যদের নির্দেশনায় ফোরাম থেকে টাকা উত্তোলন করা হয়। উত্তোলিত নগদ ১,০০০০০/= টাকা ৯ এপ্রিল ২০২৪ (মঙ্গলবার) নিহত ছাত্রের মায়ের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য ও সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরামের প্রচার-প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন (উপসচিব), উপ কর কমিশনার ও সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরামের দপ্তর সম্পাদক মো. আহসান উল্ল্যাহ রাসেল, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের প্রভাষক মো. শামসুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল সহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা। অনুদান অনুষ্ঠানটি সমন্বয় করেন সিনিয়র সহকারি কমিশনার আবু সুফিয়ান।