শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

কলারোয়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
Exif_JPEG_420

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার সময় অধিদপ্তরের হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা: কানিজ ফাতেমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী পদোন্নতি প্রাপ্ত পটুয়াখালী জেলার সহকারী পরিচালক জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক ডা: দীন মোহাম্মদ, সহকারী পরিচালক গাজী বসির আহম্মদ। অনুষ্ঠানে সকল অতিথিদেরকে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা এসোসিয়েশানের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধাক্ষ্য জেসমিন খাতুন, পরিবার কল্যাণ পরিদর্শক বেবী খাতুনসহ উপজেলায় কর্মরত সকল পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com