কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজন এবং নিয়মিত মামলায় একজনসহ দুই জনকে আটক করা হয়েছে। সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ঝাপাঘাট গ্রামের শেখ আবু তালেবের ছেলে আবু হসসান (২২), একই উপজেলার দেয়াড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে রুবেল হোসেন (৩১)। থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা সহ শেখ আবু হাসানকে এবং নিয়মিত মামলার আসামী রুবেল হোসেনকে আটক করা হয়।