কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ করোনা ভাইরাস বিস্তার রোধে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার উদ্যোগে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌর সদরের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও খেলোয়ারদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণের ধারাবাহিকতায় শুক্রবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে ব্যাডমিন্টন খেলোয়ারদের মাঝে মাস্ক বিতরণ করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। পৌর সভার পক্ষ থেকে গত বুধবার ও বৃহস্পতিবার মাস্ক তুলে দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দিন মৃধা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুলাহ আমান, পৌর সদরের মুদি,গার্মেন্টস, চায়ের দোকান সহ বিভিন্ন ব্যবসায়িক, ক্রীড়া ও সামাজিক প্রতিষ্ঠানে। বিতরণ কার্যক্রমে সহযোগীতা করেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, আকিমুদ্দিন আকি, রফিকুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, মেজবাহ উদ্দিন নিলু, ইমদাদুল হক, জাহাঙ্গীর হোসেন, দিতি খাতুন, জি,এম শফিকুল ইসলাম,আসাদুজ্জামান আসাদ, আলফাজ হোসেন সহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পৌর সভার উদ্যোগে করোনা ভাইরাস রোধে এ পর্যন্ত ২ হাজার ৭ শত মাস্ক বিতরণ করা হয়েছে বলে জানা যায়। মাস্ক বিতরণ কার্যক্রমে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, করোনা ভাইরাস বিস্তার রোধে মাস্ক পরিধান সহ সরকারি নির্দেশিত ৫ দফা বিধি নিষেধ মেনে চলার জন্য পৌর ও উপজেলাবাসীকে আহবান জানান।