কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া পৌরসভার আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ২৮ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ৫৬২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার দুপুরে কলারোয়া পৌনভার হলরুমে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। বাজেটে আগামী অর্থ বছরে আয় ব্যয় সমান দেখানো হয়েছে। উন্নয়ন খাতে দেখানো হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ১৫৪ টাকা এবং রাজস্ব খাতে ধেখানো হয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৪০৮ টাকা। বাজেট আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুল মজিদ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদ এ্যাড. কামাল রেজা,সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রেসক্লাবের সভাপতি মেখ মোসলেম আহম্মেদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব,অবসরপ্রাপ্ত ব্যাং কর্মকর্তা আব্দুল ওহাব,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সহসভাপতি জাকির হোসেন, হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি সন্তোষ পাল, প্রজেক্ট কনসালটেন্ট বজলুর রহমান,উপসহকারী কর্মকর্তা আবীর হোসেন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, জামিল হোসেন,আলফাজউদ্দীন, আসাদুজ্জামান তুহিন,জিকরিয়া প্রমুখ। এর আগে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবীর হোসেন এবং গীতা পাঠ করেন শীলা রাণী হালদার। সমগ্র বাজেট অধিবেশনটি পরিচালনা করেন কলারোয়া পৌরসভার কর নির্ধারক নাজমুল ইসলাম।