কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় অনুমোদনহীন হেলথী নুডুলস নামে একটি কারাখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ৮ টার সময় কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড় সংলগ্ন মুক্তার মাষ্টারের বাড়ীতে অবস্থিত এ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। কারখানার মালিক উপজেলার হামিদপুর গ্রামের ইব্রাহিম হোসেন জানান, তিনি আগুন লাগার খবর পেয়েই তাৎক্ষীনকভাবে কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। তারা খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু ক্ষতি হয়েছে। এদিকে অনুমোদনহীন কারখানার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, অনুুমোদনের জন্য সমুদয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। করোনার কারণে ফাইলটি পিছিয়ে ছিলো। তবে খুব তাড়াতাড়ি অনুমোদনের কাগজপত্র হাতে পাওয়া যাবে। কলারোয়ার ফায়ার সার্ভিস স্টেশান সাব- ইনচার্জ রেজাউল ইসলাম জানান, নুডুলস শুকানোর জন্য গ্যাসের চুলা থেকে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে তাদের টিম তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ায় কারখানায় বা বাড়িটিতে খুব বেশী ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি জানান।