বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

কলারোয়ায় প্রধান শিক্ষক এবাদুল হকের বড় ভাই আর নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় বিআরডিবি’র অবসরপ্রাপ্ত পরিদর্শক ও উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হকের জ্যেষ্ঠ ভ্রাতা নূর উদ্দীন শেখ (৭৫) ইন্তেকাল করেছেন ইন্না——-রাজেউন। শনিবার দুপুর দেড়টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা যায়। পারিবারিক সূত্রে জানা যায়, কলারোয়া বিআরডিবি’র অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর জালালাবাদ ইউনিয়নের বৈদ্যপুর গ্রামের নূর উদ্দীন শেখ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত সহ বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ঔই সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ কন্যা, ১ পুত্র, নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাত ১০ টার দিকে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানা যায়। এর আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিকালে বৈদ্যপুর বাড়িতে ছুটে যান সাতক্ষীরা জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, মরহুমের পরম আত্মীয় উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, সাবেক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, শিক্ষক নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, জেলা শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল­াহ শাহী, কল্যান সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক নেতা সহিদুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক সামছুর রহমান লাল্টু, বিআরডিবি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ তরিকুল ইসলাম, আজিবর রহমান, কওছার আলী, কল্যাণ সমিতির অফিস সহকরী আব্দুল জলিল, পলাশ সহ অসংখ্য গুনগ্রাহী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com