সোমবার, ২০ মে ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশাশুনি খাদ্য গুদামে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ উদ্বোধন এবিসি কেজি স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর মাজারে কেশবপুরের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের শ্রদ্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় এলজিইডির ন্যাশনাল টেন্ডারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ উপজেলা পরিষদের সেবা পৌঁছে দেবো জনগণের দোরগোড়ায়: মশিউর রহমান বাবু হাসছে সাতক্ষীরার আম বাজার ঃ চলছে কুলষিত করার হীনচেষ্টা ইসরাইল গাজা যুদ্ধে হারতে চলেছে ঃ প্রবল প্রতিরোধ হামলায় হামাস ভোমরায় বিজিবির অভিযানে স্বর্ণসহ আটক ১ গোদাঘাটা বারাকাতিয়ায় দাখিল মাদ্রাসায় চক্ষু শিবির উদ্বোধন

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের আয়োজনে এ প্লাস পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২০২১ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস পাওয়া মেধাবী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে কলারোয়ার ঐতিহ্যবাহি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “ প্রিমিয়ার ছাত্র সংঘ”এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা এস এম আলতাফ হোসেন লাল্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, তালা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. কামাল রেজা। এদিকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারিহা রহমান প্রমি, মাহফুজুর রহমান, ফারিয়া মেহজাবিন। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রিমিয়িার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ লাল্টু, কলারোয়া সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, শিক্ষক দীপক শেঠ, ওহিদুজ্জামান, জাকির হোসেন, জাহিদ হোসেন, প্রধান শিক্ষক মজিবুর রহমান, রুহুল আমিন, নুরুল ইসলাম, মাস্টার শাহাজাহান আলী শাহিন, কবিতা আবৃতি করেন নুসরাত জাহান তন্নী। সবশেষে অনুষ্ঠানে অতিথি ও ২৫২ জন এ প্লাস পাওয়া মেধাবী শিক্ষার্থীদের প্রিমিয়ার ছাত্র সংঘের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। এদিকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমদাদুল হক মিলন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com