কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলারোয়া পাবলিক ইন্সটিটিউট প্রাঙ্গনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সম্মেলনের মাধ্যমে সকলের সম্মতিতে সংগঠনটির নতুন করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন অতিথিরা। পরে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক সদস্যের শপথবাক্য পাঠ করানো হয়। নবগঠিত কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি বক্তব্য রাখেন সংঘের প্রধান উপদেষ্টা অষ্ট্রোলিয়ান প্রবাসী সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন লাল্টু। আফজাল ফুয়াদ অভিকে সভাপতি ও ইমদাদুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিশেষ অতিথি কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা ও পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক মুজিবুর রহমান,প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, এনায়েত খান টুন্টু, মাষ্টার শেখ শাহজাহান আলী শাহীন, আমানুলাহ আমান, থানা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান ফারুকী। এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক তরিকুল ইসলামসহ অনুষ্ঠানে প্রিমিয়ার ছাত্র সংঘের উপজেলা ১২টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ সংগঠনের শুভাকাঙ্ক্ষী সদস্যরা। উলেখ্য, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ ২০১৬ সালের ১৫ জুনে কলারোয়া উপজেলায় প্রতিষ্ঠিত হয়। এ সংঘে এখন ১২টি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ৬ শতাধিক স্বেচ্ছাসেবক সদস্য রয়েছে।