কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলা আ’লীগের আয়োজনে পাবলিক ইনিষ্টিটিউট কার্যালয় চত্বরে যুদ্ধকালীন কমান্ডার ও কলারোয়া উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত মোসলেম উদ্দিনের ১ম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা আ’লীগের সহ-সভাপতি ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে প্রয়াতের জীবন কর্মের উপর স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন প্রয়াতের জামাতা, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোসলেম কমান্ডার ছিলেন দলের জন্য একজন নিবেদিত প্রাণ। দলের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। কখনও তিনি দূর্ণীতির কাছে মাথা নত করেননি। মৃত্যুর শেষদিন পর্যন্ত প্রিয় দলকে সংগঠিত করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে গেছেন। তার এই অবদান কলারোয়া বাসী কোনদিন ভুলতে পারবে না এবং ভুলার নয়। তিনি সকলের কাছে উনার জন্য দোয়া প্রার্থনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং বক্তব্য রাখেন সাবেক বিআরটিএ এর চেয়ারম্যান মশিয়ার রহমান, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মানিরুজ্জামান বুলবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য সরদার আমজাদ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিয়ার রহমান, ইউ,পি চেয়ারম্যান রবিউল হাসান, ইউ,পি চেয়ারম্যান আবজাল হোসেন হাবিল, ইউ,পি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, ইউ,পি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউ,পি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল−াহ আমান, কপাই সাধারন সম্পাদক এড.কামাল রেজা, যুবলীগ নেতা মাছুমুজ্জামান মাসুম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যাক নেতা কর্মীরা স্মরণ সভায় উপস্থিত থেকে প্রয়াতের দোয়া ও মোনাজাতে অংশগ্রহন করেন। দোয়া অনুষ্ঠান শেষে দুপুরে সকলের খাবার পরিবেশন করা হয়।