মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলারোয়ায় ফায়ার সার্ভিস সপ্তাহ সমাপ্তিতে বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২’ র সমাপ্তি দিনে গাড়ি পাম্প,অগ্নিনির্বাপণী সহ বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শণ করা হয়েছে। দূর্ঘটনা- দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ডিফেন্স সপ্তাহ পালন করা হয়। সপ্তাহ পালনের শেষ দিন বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে জনগণের সচেতনায় বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগনের সেবায় অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমুর্ষ রেগীদের হাসপাতালে প্রেরণ, বিদেশী ভিআইপিদের অগ্নি নিরাপত্তা প্রদান সহ সব ধরনের প্রাকৃতিক ও মানবিক দূর্ঘটনার উদ্ধারকার্যে সক্রিয়ভাবে বিভাগীয় কর্মীরা অংশগ্রহন করে থাকেন। উদ্ধারকার্যের অংশ হিসাবে অগ্নিনির্বাপক যন্ত্রগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে যথাক্রমে ওয়াটার টাইপ, ফোম টাইপ, সিওট(পড়২) টাইপ, ডিসিপি টাইপ ড্রাই করমিকেল পাউডার সহ বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করা হয় বলে জানা যায়। ফায়ার সার্ভিসে ব্যবহৃত সরঞ্জামাদি প্রদর্শনের নেতৃত্বে ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার (ভারপ্রাপ্ত) লিডার মোঃ ওবাইদুল­াহ। প্রদর্শনে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারগণ সহ শিক্ষার্থী ও উৎসুক জনগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com