কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করা হয়েছে। রোববার থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। থানা সুত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপা মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে থানার অফিসার ফোর্সসহ ইং-২৪/০৭/২০২২ তারিখ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৬০(ষাট) বোতল ফেনসিডিল সহ বোয়ালীয়া গ্রামের তবিবার রহমান(২৩), পিতা- রহমত উলাহ সরদার, ২া তরিকুল ইসলাম(২৪), পিতা-মতিয়ার, ৩। হাফিজুল ইসলাম (৩০), পিতা-মোজাম্মেল আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে ইং-২৪/০৭/২০২২ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।