কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে কলারোয়ার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা কে নিয়ে আয়োজিত ” জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট -২০২৪ (বালক অনুর্ধ্ব -১৭)” এর দুই সেমিফাইনাল খেলাগুলি অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় কয়লা বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে কর্ণার কিক থেকে গোল করে কয়লা ইউনিয়ন এগিয়ে যায়। আর কোন গোল না হওয়ায় ঐ এক গোলে জয়লাভ করে কয়লা ইউনিয়ন ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিকাল পাঁচটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কলারোয়া পৌরসভা বনাম দেয়াড়া ইউনিয়ন পরিষদ। আক্রমনাত্নক ভাবে খেলে উভয় দলই নির্ধারিত সময়ে গোল করতে সক্ষম হয় নি। ফলে ট্রাইবেকারে কলারোয়া পৌরসভা ৩-২ গোলে দেয়াড়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফলে আজ শনিবার বিকাল তিনটায় ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া পৌরসভা বনাম কয়লা ইউনিয়ন পরিষদ। খেলা গুলি উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, কাউন্সিলর শেখ জামিল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান তুহিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সাংবাদিক কে এম আনিছুর রহমান,কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, মোঃ মফিজুল ইসলাম, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, রেফারি ঈমন হোসেন। খেলা গুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, কামরুজ্জামান বাবু, রুহুল আমিন,আসাদুজ্জামান, সাজিদুল করিম তপু, এবং ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, ও সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন।