কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ -১৭) আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের অফিসে টুর্ণামেন্টের ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান সান্টু, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক আ. রব, মোঃ রুহুল আমিন, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, বিএম আঃ রশিদ কচি, এড. শেখ কামাল রেজা, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, মোয়াজ্জেম হোসেন, বিশাখা তপন সাহা, কলারোয়া পৌরসভার কাউন্সিলর জিএম শফিউল আলম শফি, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ক্রীড়া সংগঠক দীলিপ ঘোষ, রেজাউল করিম লাভলু, শিক্ষক আঃ মান্নান, সিরাজুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ। টুর্ণামেন্ট আগামী ১৫ মে রবিবার সকাল ৯টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উদ্বোধন করা হবে। সকাল-বিকাল খেলা আয়োজনের মাধ্যমে আগামী ২১ মে শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সভা শেষে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস উপস্থিত সকলকে নিয়ে মাঠ পরিদর্শন করেন।