কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের হলরুমে স্থাপিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, পুলিশ পরিদর্শক(তদন্ত)হাফিজুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল প্রমুখ।আলোচনাসভা শেষে কলারোয়া মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ৭ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন ও ২৫ জন অসুস্থ নারীকে মাথাপিছু ১০ হাজার টাকার চেক ও ৪ জন দুঃস্থ নারীকে ২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।