রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলারোয়ায় বাইপাস সড়ক নির্মাণের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের মতবিনিময় সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও জনপদ অধিদপ্তর পশ্চিম অর্থনৈতিক করিডোর এবং আঞ্চলিক বিকাশ কর্মসূচি ভোমরা- সাতক্ষীরা- নাভারন সড়ক সেকশন (ফেজ ৩) উইকেয়ার প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ এপ্রিল সকাল দশটায় কলারোয়া পৌরসভার অডিটোরিয়ামে পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে এ মতবিনিময় মভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বিশ্ব ব্যাংকের ডিটিএল আসাদুজ্জামান চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের স্টেক হোল্ডার এন্ড কমিউনিকেশন বিশেষজ্ঞ আয়েশা আক্তার জাহান, স্টেক হোল্ডার বিশেষজ্ঞ বায়েজিদ হক, বিশ্বব্যাংকের এনভায়রনমেন্টাল বিশেষজ্ঞ মোস্তাফিজুর রহমান, কলারোয়া উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ আবু নসর। এসময় আরো বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আব্দুল মজিদ, সাংবাদিক এস এম জাকির হোসেন, কাউন্সিলর রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক বাকীবিল্লাহ শাহী, সংগীতশিল্পী শিলা রানী হালদার। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কলারোয়া শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল ইসলাম মিঠু, কাউন্সিলর শেখ জামিল হোসেন, কাউন্সিলর আকিমুদ্দিন আকি, কাউন্সিলর দিথী খাতুন, কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মনসহ পৌর সদরের নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com