শুক্রবার, ১০ মে ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাইকগাছায় ৫ দিন ব্যাপী এডভান্স টেকনিক্যাল ট্রেনিং অনুষ্ঠিত পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা বৃষ্টি ও ধান কাটার মৌসুম থাকায় ভোটাররা ভোটকেন্দ্রে আসেনি: সিইসি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপসায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন প্রাক্তন প্রধান শিক্ষক আর নেই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে অভিভাবক সমাবেশ

কলারোয়ায় বাজারে শীতের সবজি, ডাবল সেঞ্চুরির পথে পেঁয়াজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সপ্তাহের ব্যবধানে সারা দেশের পাশাপাশি সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে সব ধরনের শীতের সবজির সরবরাহ। কিন্তু দামের উত্তাপ কমছেই না। তবে বাজার ভেদে দামের তারতম্য বেশি লক্ষ্যণীয়। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা প্রতি কেজি। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা প্রতি কেজি। পেঁয়াজের সাথে সাথে দাম বেড়েছে আলুরও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। আর নতুন আলু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। শুক্রবার (৩ নভেম্বর) কলারোয়া পৌর সদর সরসকাটি,খোরদো, চন্দনপুর, সোনাবাড়িয়া, কাজিরহাট,ধানদিয়াসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এ দাম জানা যায়। প্রায় একই চিত্র উপজেলার বেশির ভাগ বাজারে। ইতোমধ্যে শীতের সবজি বাজারে প্রচুর পরিমাণে উঠেছে। প্রতিটি দোকানেই শোভা পাচ্ছে শীতের সবজি। তবুও এক সপ্তাহের ব্যবধানে শিম ও গাজরের দাম ৩০ টাকা বেড়ে যথাক্রমে ১২০ ও ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে শিম ও গাজরের কেজি ছিল যথাক্রমে ৮০ ও ৯০ টাকা। প্রতি কেজি বেগুন ৬০ টাকাথেকে ৭০ টাকা। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা। ছোট বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, ছোট ফুলকপি ৮০ থেকে ৯০ টাকা, প্রতি কেজি মুলা ৪০ টাকা ও কচুরমুখী ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে মুরগির ডিমের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে হাঁসের ডিমের দাম। প্রতি ডজন মুরগির ডিম (লাল) বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। হাঁসের ডিমের দাম বেড়ে ১৫০ থেকে ১৬০ টাকা হয়েছে। বাজার করতে আসা কয়েকজন বলেন, ১ টাকাও আয় বাড়েনি। কিন্তু খরচ বেড়েছে অনেক বেশি। আগে সংসারে ২ কেজি সবজির চাহিদা ছিল। এখন বাধ্য হয়ে ১ কেজিতেই চাহিদা পূরণ করতে হচ্ছে। এক খুচরা বিক্রেতা অভিযোগ করে বলেন, কোল্ড স্টোরেজে প্রচুর পরিমাণে আলু মজুদ আছে। তবুও কেন দাম বাড়ছে। সরকার কেন বড় বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com