কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে বাল্য বিবাহ, মাদক, পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ঈমাম, মুয়াজ্জিন, কাজী ও নির্বাচিত জন প্রতিনিধিদের নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন মৃধা, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, মাহবুবর রহমান মফে, সোহেল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাষ্টার ট্রেইনার বিলাল হোসেন ও নারায়ন চন্দ্র। এ সময় উপজেলার তিনটি ইউনিয়নের ৩০ জন প্রশিক্ষণার্থী প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।