বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলারোয়ায় বাল্য বিয়ের আয়োজনের অপরাধে কনের নানাকে ১ মাস কারদন্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় নাতনীকে বাল্যবিবাহ দেওয়ার আয়োজন করার অপরাধে নানাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউণিয়নের বোয়ালিয়া গ্রামে। উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার বোয়ালিয়া গ্রামের আমিনুর রহমানের(৬০) নাতনী ও প্রবাসী আব্দুল আলীম ও প্রবাসী সুরাইয়া খাতুনের মেয়ে বোয়ালিয়া দাখিল মাদ্রাসার ৮ ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীকে বাল্যবিবাহ আয়োজন করেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের আয়োজনের বিষয়টি সত্যতা পেয়ে ওই স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে “বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭” এ ৫/৩ ধারা মতে শিশু কনের নানা( মাতামহ) আমিনুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, থানার উপ পুলিশ পরিদর্শক ওসমান গনি, বেঞ্চ সহকারী আঃ মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্যবিবাহ রোধসহ জনস্বার্থে যে কোন অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান এভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com