কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় বাসের ধাক্কায় ইজিবাইকের চালক ও শিশুসহ ৬ যাত্রী মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কলারোয়া পৌর সদরের ইউরেকা ফিলিং স্টেশনের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় ৪ জনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ৪জন হলেন- উপজেলার বোয়ালিয়া গ্রামের মজিবরের ছেলে ইজিবাইক চালক আব্দুর রাজ্জাক (৪২), কেরালকাতা গ্রামের আব্দুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (৩৮), পূর্ব ভাদিয়ালী গ্রামের পাতেমা খাতুন (৩২) ও সাতক্ষীরা সদর থানার আমতলা হাজিপুর গ্রামের কামরুজ্জামানের তিন বছরের ছেলে রুহান। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস ওই স্থানে একই দিক থেকে আসা একটি ইজবাইক ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক উল্টে পড়ে ইজিবাইকে থাকা ৬ চালকসহ ৬ যাত্রী মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেেেক্স ভর্তি করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।