কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম (২৬) নামে এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের মাঠে স্যালো মেশিনের মাধ্যমে জমিতে পানি দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃত এরশার সানার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ওই যুবক বাড়ির পাশে মাঠে কাজ করছিল। দুপুর ১২ টার দিকে কাজের ফাঁকে জমিতে পানি দেওয়ার উদ্দেশ্যে স্যালো মেশিন চালু করেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে ওই যুবক গুরুতর আহত হয়। পরে মাঠের লোকজন তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিবভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। তার অবাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হংেছে।