কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৪’র প্রথম প্রহরে কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। একুশের রাত ১২টা ১ মিনিটের পরপরই ফুলে ফুলে ভরে যায় কলারোয়ার ফুটবল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারটি। শহীদ মিনারের বেদিতে একে একে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কলারোয়া থানা, কলারোয়া সরকারি কলেজ, পৌরসভা, আ.লীগ, ওয়ার্র্কস পার্টি, জাসদ, যুবলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠন। উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়, মুক্তিযোদ্ধা কমান্ড’র পক্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌরসভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাইজুর রহমান, আ.লীগের পক্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাক্তার মাহবুবুর রহমান,ডাক্তার শফিকুল ইসলাম,জাসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, পাবলিক ইনস্টিটিউট’র পক্ষে এ্যাড কামাল রেজাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। এছাড়া, উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন ওসকাল সাড়ে ৭টায় প্রভাতফেরি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, কাজীরহাট কলেজ, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, চন্দনপুর ইউনাইটেড কলেজ, বামখালী ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ, সিংগা হাইস্কুল, লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসা, চন্দনপুর দাখিল মাদ্রাসা, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মডেল মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্যভাবে পালিত হয়েছে।