কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ-২৪’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্মতা কৃষ্ণা রায়, পৌর সভার পক্ষে পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাইজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস, উপজেলা শিক্ষা অফিসার এইসএম রোকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অনিমেষ কুমার দাস, নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, ফায়ার সার্ভিস স্টেশন লিডার আব্দুল গণি, সংগীত শিল্পী শিলা রানী হালদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।