কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত নারী-পুরুষসহ ৮জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (৩০জানুয়ারী) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,আরশাদ আলী, আসাদুজ্জামান, লুৎফর রহমান, মালেক সরদার, মোমেনা খাতুন, রেহেনা খাতুন, খদিজা খাতুন, রুমা খাতুন। থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,উক্ত আসামীরা স্বস্ব বাড়িসহ নিজস্ব এলাকায় অবস্থান করছে। পরে পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমানের নেতৃত্বে থানার এসআই জসিম উদ্দীন, শাহাজান কবীর, হামিদুল ইসলাম, আব্দুল বাকী, ইসমাইল হোসেন, মাসুদ রানা, কেএম রেজাউল করিম, হাফিজুর রহমান, আবু সাঈদ, আবু তাহেরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়।