কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ আসান্ন বোরো মৌসুমে সরকারের কাঙ্খিত সেবা পৌঁছাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার খুচরা সার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার সময় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াসের সভাপতিত্বে মত বিনিময় সভায় মতামত ব্যক্ত করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। এ সময় সকল খুচরা সার ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াস বলেন, যার যে ওয়ার্ডে ডিলারশিপের অনুমোদন তার সেই ওয়ার্ডে যেয়ে সার বিক্রয় করতে হবে এবং সরকার নির্ধারিত মূল্যের বেশী দামে সার বিক্রয় করার অভিযোগ পেলে তার লাইসেন্স বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী করেন।