শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

কলারোয়ায় বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের ২য় মৃত্যুবার্ষিকতে স্মরণ সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের আয়োজনে মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোহা.মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড.শেখ কামাল রেজা, কেন্দ্রীয় আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ,শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, মাহাবুবুর রহমান মফে, রবিউল হাসান, এসএম আফজাল হোসেন হাবিল, সোহেল রানা, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, এসএম মনিরুল ইসলাম, সামসুদ্দিন আল মাসুদ বাবু, প্রধান শিক্ষক আজিজুর রহমান, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, মরহুমের পুত্র প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কাউন্সিল দিতী খাতুন, ফারহানা হোসেন, সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার আসাদুজ্জামান আসাদ, আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি,কাউন্সিলর রফিকুল ইসলাম, শেখ জামিল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মেজবাউদ্দীন নিলু, আ’লীগ নেতা মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না প্রমুখ। সব শেষে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম মনিরুজ্জামান। উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসলেম উদ্দীন (৭৮) ২০২১ সালের ২৮মার্চ সকাল ৬টার দিকে কলারোয়া পৌরসভাধীন (তুলশিডাঙ্গা) নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com