কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরা জেলায় এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কলারোয়া উপজেলায় বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে বৃক্ষ রোপণের উদ্বোধন করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, উপজেলা সহকারী প্রোগ্রমার মোতাহার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, বিআরডিবি কর্মকর্তা আব্দুল আজিজ, সাদ্দাম হোসেন, বেনজির হোসেন প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- গাছ আমাদের সবথেকে বড় বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছাঁয়া দেয়, ফল দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের বেঁচে থাকার জন্য গাছ লাগানোর বিকল্প কোন কিছু নেই। তাই আসুন আমরা গাছ কাটা বন্ধ করে বেশি বেশি করে গাছ লাগায়। এই বৃক্ষ রোপন কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১২,৩০৮ টি গাছ রোপণ করা হবে। এর ভিতরে থাকবে উপজেলা চত্বর, উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ চত্বর, স্কুল চত্বর , কলেজ চত্বর, মাদ্রাসা চত্বর, প্রাথমিক বিদ্যালয় চত্বর সহ সরকারী পতিত এলাকা।