কুশোডাঙ্গা (কলারোয়া) প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের পাটুলী পাকা সড়কের হতদরিদ্র এক ভ্যান চালকের ব্যাটারী চালিত ইঞ্জিন ভ্যানটি চুরি করেছে চোরেরা। শনিবার দুপুরের দিকে পাটুলী বাজারের পাশ্বে পাকা সড়ক থেকে ভ্যানটি চুরি হয়। কলারোয়া উপজেলার পাটুলী গ্রামের মৃত মুজাহার গাজীর পুত্র নুর আলী গাজী জানায়, শনিবার দুপুরের দিকে পাটুলী বাজারের ১০০গজ দুরে শিশু গাছ তলায় তার ব্যাটারী চালিত ইঞ্জিন ভ্যানটি রেখে পাশে তার বাড়িতে যান। ১০ মিনিট পরে তিনি ফিরে এসে দেখেন ভ্যানটি উক্ত স্থানে নেই। হতদরিদ্র ভ্যান চালক তার উর্পাজনের একমাত্র সম্বল ইঞ্জিন ভ্যানটি হারিয়ে হতাশ হয়ে পড়েন।