কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় মসজিদের ব্যটারি চুরির অভিযোগ এক চোরসহ এক ভাঙ্গাড়ী ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত চোর হলো-উপজেলার চন্দনপুর পশ্চিমপাড়া এলাকার হারান হোসেনের ছেলে ইসমাইল হোসেন (২০) ও ভাঙ্গাড়ী ব্যবসায়ী সোনাবাড়ীয়ার গাইনপাড়া এলাকার মৃত জহুর আলী সরদারের ছেলে মোসলেম আলী সরদার (৫৫)। গত ২৪ ফেব্র“য়ারী রাতে চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামের পরিশ্চমপাড়া জামে মসজিদের ব্যটারি সে চুরি করে। পরে ওই ব্যটারি সোনাবাড়ীয়া বাজারের মোসলেম ভাঙ্গাড়ীতে বিক্রয় করে। এবিষয়ে কলারোয়া থানায় তাদের দুজনের বিরুদ্ধে চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামের পরিশ্চমপাড়া জামে মসজিদের ব্যটারি চুরির অভিযোগে একটি মামলা(নং-৪০(২)২২ হয়েছে। থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান- আটককৃত আসামীকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।