কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় মহান বিজয় দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে চিত্রাংকন কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়। উপজেলা পর্যায়ে বাছাইকৃত ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা পরিচালনা করার জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এসময় কমিটির সদস্য হিসেবে উপস্থিত থেকে পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর-রশীদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তী মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন ন্নাহার আক্তার প্রমুখ। বিজয়ী প্রার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়নের জন্য থাকবে ক্রেস্ট ও সার্টিফিকেট। এ প্রতিযোগিতার উদ্দেশ্য হলো লেখনীর মাধ্যমে বিজয়ের জ্ঞানকে আরও প্রস্ফুটিত করা এবং বিজয়ের ইতিহাস ছন্দে ছন্দে ফুটিয়ে তোলা। এই প্রতিযোগিতা তরুণ-তরুণীদের লেখনীর যাত্রাকে আরও শাণিত করবে এবং বাঙালির দেশপ্রেমের চেতনা আরও সমৃদ্ধ করবে।