কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে দুই জন ইয়াবা ব্যবসায়ী, চার জন গাঁজা ব্যবসায়ী ও এক জন গ্রেফতারী পরোয়ানার আসামী গ্রেফতার করা হয়েছে। থানা সুত্রে জানা যায়, গতকাল রবিবার দিনভর অভিযান চালিয়ে ৬০(ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন , ৪০০(চারশত) গ্রাম গাঁজা সহ ৪ জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ জন সহ মোট ৭ জন আসামীকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার গদখালী গ্রামের মৃত ফজলূল হক ড্রাইভারের ছেলে মহসিন গাজী(৩৫), পুরাতন সাতক্ষীরার আবু মোসলেমের ছেলে আ: রহমান, লাঙ্গলঝাড়া গ্রামের কাশেম কারিগরের স্ত্রী আনোয়ারা খাতুন, হরিনা গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামের মৃত শাহজানের ছেলে সাইদুল ইসলাম ও মনিরুল ইসলামের ছেলে ইমামুল হোসেন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের শফি উদ্দিনের ছেলে জামাল উদ্দিন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আটকৃতদেরকে মাদক আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে।