চন্দন পুর কলারোয়া প্রতিনিধি ॥ কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের ঈদগা পাড়ার ইসলাম গাজীর পুত্র মোহাম্মদ রেজাউল ইসলাম ১৩ বছর মালয়েশিয়া প্রবাসী। গত দুই সপ্তাহ আগে স্টকজনিত কারণে মালয়েশিয়ায় নিজ রুমে মৃত্যু বরণ করেন। গতকাল সকাল ৮টায় রেজাউলের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃঃশ্বের সৃষ্টি হয়। আত্মীয়-স্বজনসহ আশপাশে বহু মানুষ এক নজর তাকে দেখার জন্য রেজাউলের বাড়িতে ভিড় জমান। সকাল ১০টায় গয়ড়া ঈদগাঁ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা উপস্থিত ছিলেন ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম,এ মাসুদ রানা,চন্দনপুর ইউ পি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউ/ পি সদস্য শাহা নুর ইসলাম, নামাজে জানাজায় ইমামতি করেন হাফেজ মহিউদ্দিন, মৃত্যুকালে রেজাউল ইসলাম (৪০) পিতা,মাতা ১স্তী ২পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।