কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক ও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ জানুয়ারী) সকালে পৃথকভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন মৃধা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইসরয় চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা এসমত আরা বেগম, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, পিআইও রকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, সাঈদ আলি গাজী, বেনজির হোসেন হেলাল, ডালিম হোসেন, সোহেল হোসেন প্রমুখ। এর আগে একই স্থানে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।