কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদম বাজারে অবস্থিত এশিয়া মুড়ি ও মীনা চানাচুর ভাজার ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে বুধবার একটি টিম ভেজাল বিরোধী অভিযান চালিয়ে অবৈধ ভাবে বিএসটিআই এর অনুমোদন না নিয়ে বিএসটিআই এর লোগো ব্যবহার করার অপরাধে ফ্যাক্টরীর মালিক জব্বার হোসেনকে নগদ দশ হাজার টাকা জরিমানা করা হয়। এবং আগামী এক মাসের মধ্যে লাইসেন্স করার নির্দেশনা প্রদান করেন। অন্যথায় ফ্যাক্টরী সিল গালা করা হবে বলে হুশিয়ারী প্রদান করেন। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশানের দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই এর দাযিত্বপ্রাপ্ত মাঠ কর্মকর্তা শাফায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বেঞ্চ সহকারী আ: মান্নান, কলারোয়া থানার পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মীরা।