কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন, বিশেষ আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিকার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় , বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আবদুর রবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ মিলনায়তন, পৌরসভা, কলারোয়া পাইলট হাইস্কুলে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারের পাদদেশে শহীদদের স্মরনে হাজার মোমবাতি প্রজ্জ্বলনের ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের পার্শ্বে অবস্থিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণেহাজার মোমবাতি প্রজ্বলন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মোমবাতি প্রজ্বলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েমনের সাধারণ সম্পাদক কে, এম আনিছুর রহমান,সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু, জুলফিকার আলী, দেওয়ার হোসেন, ইউএনও অফিস স্টাফ বেনজির হোসেন,আব্দুল মান্নান, সাংবাদিক উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর)পাক হানাদার বাহিনী রাতের আধারে বুদ্ধিজীবিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে বুদ্ধিজীবিদের হত্যা করা হয়।