কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর ভাই রজনু চৌধুরী মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে স্টকে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি কলারোয়া পৌর সদরের তিন নম্বর গদখালি ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এশার নামাজ বাদ কলারোয়া সরকারি ফুটবল মাঠে মরহুমে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।