কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া পৌরসদরসহ উপজেলার ১২টি ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জাতীয়তাবাদি দল বিএনপিসহ অংগ সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলারোয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে ও সাবেক সেনা সদস্য উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় মতবিনিময় সভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচউদ্দীন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শলিফুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চু, যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ,জেলা ছাত্রদলের সভাপতি মমতাজুল ইসলাম চন্দন, ছাত্রনেতা সোহেল, বিএনপি নেতা শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম,প্রভাষক আব্দুর জব্বার, আব্দুল করিম, মাস্টার আব্দুল করিম, শেখ মনিরুল ইসলাম, সাবেক গ্রাম সরকার বজলুর রহমান, আব্দুল মাজেদ, মিঠু, দিলু,বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাজমুল আহসান প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন, রাসেল, রুহানসহ উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত শতশত নেতাকর্মী। এদিকে মতবিনিময় সভায় উপজেলা বিভিন্ন এলাকায় যাতে কোন ধংসযজ্ঞ কার্যাকলাপ না হয়। এমনকি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে সকল নেতাকর্মীকে কাজ করতে বলা হয়। এরপরেও যদি কোন নেতাকর্মী তার ব্যক্তি স্বার্থে কোন বিশৃঙ্খলামূলক কার্যক্রমে জড়িত হয়। তার বা তাদের নামের তালিকা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের নিকট জমা দিতে বলা হয়। এ ছাড়া উপজেলাব্যাপী শান্তি শৃঙ্কলা বজায় রাখার লক্ষ্যে প্রত্যেক ইউনিয়নে কমিটি করারও সিদ্ধান্ত হয়।