স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন করোনা পরবর্তি শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুরনে এবং প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতার অংশ হিসেবে গতকাল কলারোয়ার পুটুনি, ইলিশপুর ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের পাঠদান করেন। রোজার দিনেও প্রাথমিকের বাতিঘর খ্যাত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাংলা, ইংরেজি, গনিত, বিশ্ব পরিচয় সহ অন্যান্য বিষয়ে পাঠদান করেন, তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি সহ নৈতিকতা, সত্যবাদিতা বিষয়েও নীতি দীর্ঘ আলোচনা করেন। শিক্ষার্থীর শিখন ঘাটতি পুরনে শিক্ষকগনের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের পাঠদান শেষে তিনি শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, প্রধান শিক্ষক আজিজুর রহমান, বিলকিছ বানু, আবু জাহিদ সহ সহকারী শিক্ষকগন।