স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন গতকাল কলারোয়া উপজেলার চন্দনপুর ও রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করেন। তিনি শিক্ষার্থীদের পঠন ও লিখন এর পাশাপাশি নৈতিকতা বিষয়ে দীর্ঘ সময় ক্লাস নেন। পাঠদান শেষে শিক্ষকদের সাথে মত বিনিময় করেন, প্রাথমিকের বাতিঘর খ্যাত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসময় প্রাথমিক শিক্ষা দপ্তরের নির্দেশনা মোতাবেক শিখন ঘাটতি পুরনে সাপ্তাহিক মূল্যায়ন ও রেকর্ড সংরক্ষন শিক্ষকদের কে ধন্যবাদ জানান। তিনি বিদ্যুৎ সাশ্রয়ে ও অপচয় রোধে আন্তরিক হওয়ার পরামর্শ দান করেন। এসময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকন্জ্জুামান, প্রধান শিক্ষক মোছাঃ শামিমা সুলতানা, মোঃ মনজুরুল ইসলাম সহ অপরাপর সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।