শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

কলারোয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগীতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(২৩ জানুয়ারী) সরকারি পাইলট হাইস্কুল মাঠে দিন ব্যাপি এ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত খেলা উপভোগ সহ পুরস্কার বিতরণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতান নিলা, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, পিআইও রাকিবুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আঃ রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ক্রীড়া সংগঠক আলহাজ্ব আব্দুর রহিম বাবু, রেজাউল করিম লাভলু, প্রধান শিক্ষক শামছুল হক, শিক্ষক জহুরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, রীনা ঘোষ, শফিকুল ইসলাম, তজিবর রহমান, মাহফুজা খাতুন, মাস্টার স্বপন সরকার সহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক ও প্রতিযোগী ছাত্র-ছাত্রীবৃন্দ। খেলায় ক ও খ গ্রুপের শতাধিক মিটারে দৌড়, হাইজাম্প, লংজাম্প, রিলে দৌড়, ট্রিপলজাম্প, জেভলিনথ্রো, শর্টফুট, ডিসকাস প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুলী বিশ্বাস সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও জেলা প্রশাসক কতৃক সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শো-২৩ ‘র অংশগ্রহনে নিবন্ধন ফরম সংগ্রহের জন্য অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com