কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে আবৃত্তি, চিত্রাংকন ও হাতের লেখা সুন্দর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়ামে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সমস্ত প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ:হামিদ, উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন প্রমুখ। শিক্ষার্থীদেরকে তিনটি গ্রুপে ভাগ করে সকল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং ফলাফল ঘোষনা করা হয়।