বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কলারোয়ায় সবজির দাম চড়া, ক্রেতার নাভিশ্বাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ার কাঁচাবাজারে শাকসবজির দাম খুবই চড়া। আশপাশের অন্যান্য কাঁচা বাজারের চেয়ে এ বাজারের পণ্যের দাম তুলনামূলক বেশি। এতে করে সাধারণ মানুষ ও ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। বৃহস্পতিবার উপজেলার কয়েকটি কাঁচাবাজার সরেজমিন ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। কলারোয়া কাঁচা বাজারে বাজার করতে আসা আসাদুজ্জামান জানান, আমরা যারা স্বল্প আয়ের মানুষ তাদের বাজার করে তিন বেলা খাওয়া খুব কঠিন হয়ে গেছে। তিনি বলেন, আমার সংসারে ৫ জন লোক। ২ টা ছেলে মেয়ে লেখা পড়া করে। প্রতিদিন যে বাজার খরচ, সেই খরচ মিটিয়ে সংসারে অন্য খরচ করা খুব কঠিন হয়ে পড়েছে। এ কারনে পেঁপে বাজার করাই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। তিনি দু:খ করে আরও বলেন, এ বছর ছেলে মেয়েদের ইলিশ মাছ খাওয়াতে পারলাম না। কাজীরহাট বাজারের সবজি বিক্রেতা আলী হোসেন জানান, চলতি সপ্তাহে দেশি পেঁয়াজ ৯০-১০০ টাকা, রসুন (বড় সাইজের) ২২০-২৫০ টাকা, আদা ২৬০ টাকা, গোল আলু ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তিনি জানান, কাঁচাবাজারে কিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে কাঁচা মরিচ, ধনেপাতাসহ কয়েকটি সবজির। কাঁচা মরিচ কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়ে ২০০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ধনেপাতা কেজিপ্রতি ৫০ টাকা দাম বেড়ে ২৮০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের ৩৫ টাকার কাকরোল খুচরা বাজারে ৬০-৭০ টাকা, টমেটো ১০০ টাকা, মেটে আলু ১৪০ টাকা, ৩০-৩২ টাকার ঢ্যাঁড়শ ৪৫-৫০ টাকা, ৩৫ টাকার পটোল ৮০ টাকায় বিক্রি হয় খুচরা বাজারে। কলারোয়া বাজারের সবজি বিক্রেতা ঈমান জানান, ‘গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কয়েকটি সবজির দাম বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিপ্রতি ২০-৩০ টাকা। আর ধনেপাতা কেজিপ্রতি বেড়েছে ৭০-৮০ টাকা। এছাড়া ঢ্যাঁড়শ, বেগুন, বাঁধা কপি, বরবটিসহ কয়েকটি সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা করে বেড়েছে। তবে তেল এবং ডাল আগের দামেই বিক্রি হচ্ছে। জসিম উদ্দীন নামে এক ব্যাবসায়ী জানান, ছুটির দিন সকালে তাজা সবজি, মাছ-মাংসের চাহিদা ও নিত্য প্রয়োজনীয় জিনিসের বেচাকেনা অন্যদিনের থেকে একটু বেশিই থাকে। তার দোকানে এলাকার তাজা সবজি বেশি বিক্রি হয়। মির্জাপুর গ্রামের জাহিদুল ইসলাম জানান, কলারোয়া পৌর সদরের বাসিন্দারা আরাম-আয়েশ প্রিয়। তার মতে, এই বাজারে সবকিছু একসঙ্গে সহজে পাওয়া যায়। এ কারণে অন্যসব বাজারের চেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটু বেশি। বাজার ঘুরে দেখা যায়, রুই মাছ (১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের) ৩৮০-৪০০ টাকা, একই রকম ওজনের সিলভার কার্প ও পাঙাশ ২২০-২৪০, কই ২৮০, তেলাপিয়া ২২০-২৭০, চিংড়ি ৭০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা ও পাবদা মাছ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’ এছাড়া পোলট্রি মুরগি কেজিপ্রতি ২২০, সোনালি ২৯০-৩০০। গরুর মাংস ৭৫০ এবং খাসির মাংস ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com