সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশাশুনি খাদ্য গুদামে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ উদ্বোধন এবিসি কেজি স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর মাজারে কেশবপুরের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের শ্রদ্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় এলজিইডির ন্যাশনাল টেন্ডারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ উপজেলা পরিষদের সেবা পৌঁছে দেবো জনগণের দোরগোড়ায়: মশিউর রহমান বাবু হাসছে সাতক্ষীরার আম বাজার ঃ চলছে কুলষিত করার হীনচেষ্টা ইসরাইল গাজা যুদ্ধে হারতে চলেছে ঃ প্রবল প্রতিরোধ হামলায় হামাস ভোমরায় বিজিবির অভিযানে স্বর্ণসহ আটক ১ গোদাঘাটা বারাকাতিয়ায় দাখিল মাদ্রাসায় চক্ষু শিবির উদ্বোধন

কলারোয়ায় সবজির দাম চড়া, ক্রেতার নাভিশ্বাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ার কাঁচাবাজারে শাকসবজির দাম খুবই চড়া। আশপাশের অন্যান্য কাঁচা বাজারের চেয়ে এ বাজারের পণ্যের দাম তুলনামূলক বেশি। এতে করে সাধারণ মানুষ ও ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। বৃহস্পতিবার উপজেলার কয়েকটি কাঁচাবাজার সরেজমিন ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। কলারোয়া কাঁচা বাজারে বাজার করতে আসা আসাদুজ্জামান জানান, আমরা যারা স্বল্প আয়ের মানুষ তাদের বাজার করে তিন বেলা খাওয়া খুব কঠিন হয়ে গেছে। তিনি বলেন, আমার সংসারে ৫ জন লোক। ২ টা ছেলে মেয়ে লেখা পড়া করে। প্রতিদিন যে বাজার খরচ, সেই খরচ মিটিয়ে সংসারে অন্য খরচ করা খুব কঠিন হয়ে পড়েছে। এ কারনে পেঁপে বাজার করাই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। তিনি দু:খ করে আরও বলেন, এ বছর ছেলে মেয়েদের ইলিশ মাছ খাওয়াতে পারলাম না। কাজীরহাট বাজারের সবজি বিক্রেতা আলী হোসেন জানান, চলতি সপ্তাহে দেশি পেঁয়াজ ৯০-১০০ টাকা, রসুন (বড় সাইজের) ২২০-২৫০ টাকা, আদা ২৬০ টাকা, গোল আলু ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তিনি জানান, কাঁচাবাজারে কিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে কাঁচা মরিচ, ধনেপাতাসহ কয়েকটি সবজির। কাঁচা মরিচ কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়ে ২০০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ধনেপাতা কেজিপ্রতি ৫০ টাকা দাম বেড়ে ২৮০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের ৩৫ টাকার কাকরোল খুচরা বাজারে ৬০-৭০ টাকা, টমেটো ১০০ টাকা, মেটে আলু ১৪০ টাকা, ৩০-৩২ টাকার ঢ্যাঁড়শ ৪৫-৫০ টাকা, ৩৫ টাকার পটোল ৮০ টাকায় বিক্রি হয় খুচরা বাজারে। কলারোয়া বাজারের সবজি বিক্রেতা ঈমান জানান, ‘গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কয়েকটি সবজির দাম বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিপ্রতি ২০-৩০ টাকা। আর ধনেপাতা কেজিপ্রতি বেড়েছে ৭০-৮০ টাকা। এছাড়া ঢ্যাঁড়শ, বেগুন, বাঁধা কপি, বরবটিসহ কয়েকটি সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা করে বেড়েছে। তবে তেল এবং ডাল আগের দামেই বিক্রি হচ্ছে। জসিম উদ্দীন নামে এক ব্যাবসায়ী জানান, ছুটির দিন সকালে তাজা সবজি, মাছ-মাংসের চাহিদা ও নিত্য প্রয়োজনীয় জিনিসের বেচাকেনা অন্যদিনের থেকে একটু বেশিই থাকে। তার দোকানে এলাকার তাজা সবজি বেশি বিক্রি হয়। মির্জাপুর গ্রামের জাহিদুল ইসলাম জানান, কলারোয়া পৌর সদরের বাসিন্দারা আরাম-আয়েশ প্রিয়। তার মতে, এই বাজারে সবকিছু একসঙ্গে সহজে পাওয়া যায়। এ কারণে অন্যসব বাজারের চেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটু বেশি। বাজার ঘুরে দেখা যায়, রুই মাছ (১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের) ৩৮০-৪০০ টাকা, একই রকম ওজনের সিলভার কার্প ও পাঙাশ ২২০-২৪০, কই ২৮০, তেলাপিয়া ২২০-২৭০, চিংড়ি ৭০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা ও পাবদা মাছ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’ এছাড়া পোলট্রি মুরগি কেজিপ্রতি ২২০, সোনালি ২৯০-৩০০। গরুর মাংস ৭৫০ এবং খাসির মাংস ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com