কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে আমানুর ইসলাম নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে। শনিবার রাতে কলারোয়া পৌর সদরের ঝিকরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমানুর পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত নবাব আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশ সদস্যরা পৌর সদরের ঝিকরা এলাকায় অভিযান চালায়। এ সময় দীর্ঘ দিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী আমানুরকে গ্রেফতার। রবিবার সকালে সাতক্ষীরা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে থানা পুলিশ জানায়।